Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (২): তিন বছর পর 'ব্লু মুন' আকাশে, লকডাউনে দূষণ কমায় শিলিগুড়ি-ধুপগুড়ি থেকে স্পষ্ট দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 09:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৭টায় বাংলা (2): এক মাসে দু'বার পূর্ণিমা। ৩০ দিনের ব্যবধানে দু'বার পূর্ণ চন্দ্র। তিন বছর পর আজ ফের আকাশে উঁকি দেবে 'ব্লু মুন'। এই মহাজাগতিক দৃশ্যকে সাক্ষী থাকার জন্য ঠিক কী ধরনের ব্যবস্থাপনা ও আয়োজন বিআইটিএম-এর তরফে করা হয়েছে সেই ছবি সরাসরি তুলে ধরেছেন এবিপি আনন্দের প্রতিনিধি। শিলিগুড়, কার্শিয়াং-ধুপগুড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বিগত বেশ কয়েক বছরের ইতিহাসে বিরল। লকডাউনে দূষণ কমার ফল বলছেন বিশেষজ্ঞরা। রবীন্দ্র সরণিতে হাওলা কারবারির দফতরে চলল গুলি। আহত হয়েছেন একজন।