৭টায় বাংলা (১): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে রেকর্ড, আক্রান্ত ১৯,১১৭
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,১১৭ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭.২০ শতাংশ। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৪১১৬ জন, মৃত ৩৯। কলকাতায় করোনা আক্রান্ত ৩,৪৫১, মৃত ৩৩ জন।
রবিবার সকাল ৬টা থেকে গোটা রাজ্যে কার্যত লকডাউন। করোনা পরিস্থিতি মোকাবিলায় কড়াকড়ি দেখা গিয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। রবিবার সন্ধ্যায় শহরের রাজপথে হাতে গোনা গাড়ি চোখে পড়েছে। অন্যদিকে রাজ্যব্যাপী করোনা নির্দেশিকা ভঙ্গের ছবি ধরা পড়ল।
কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থ শিলিগুড়ি পুরসভা। নির্বাচিত বিধায়কদের ডাকা হয় না। এই অভিযোগে, শিলিগুড়িতে অবস্থানে বসলেন তিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়। করোনা-পরিস্থিতিতে অবস্থান তুলতে বলে অনুরোধ জানায় পুলিশ। কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যাওয়ায় ৩ বিজেপি বিধায়ককে আটক করা হয়।
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রীরামপুরের কালীতলায় খোলা রয়েছে জিম। সামনের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে লোকজন যাওয়া আসা করছে। আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে আজ সকালে বন্ধ করে জিম। দুই কর্মীকে আটক করা হয়েছে। জিম মালিককে ডেকে পাঠানো হয়েছে থানায়।