৭টায় বাংলা (১): স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে বিক্ষোভ হাওড়া স্টেশনে, দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 09:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৭টায় বাংলা: স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে ফের হাওড়া স্টেশনে বিক্ষোভ। রীতিমতো ভিড় জমেছে সেখানে। পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় আরপিএফ-কে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি। হু-হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কিউসেক জল। জলশূন্য হলেও সারানো যাবে লক গেট। জানালো সেচ দফতর। আগামীকাল সকালের মধ্যে মেরামতির আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী। বিজেপি নেতার খুন ঘিরে পরপর তিনদিন উত্তপ্ত হাওড়ার বাগনান। আজও উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে বিজেপি। চলল টায়ার জ্বালিয়ে বিক্ষোভও। এই নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর চরমে উঠেছে।