৭টায় বাংলা (২): সল্টলেকে কঙ্কালকাণ্ডে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা, Kailash Vijayvargiya-র নিশানায় ফের ভাইপো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2020 10:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সল্টলেকে কঙ্কালকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছালেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এজে ব্লক থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। 'মানুষই বলছে কে কয়লা চোর, কে সিন্ডিকেট চালায়। মমতা তো মুখোশ, পিছনে রয়েছেন ভাইপো। ভাইপো ২৫ লক্ষ টাকার হিরের ফ্রেমের চশমা পড়েন। এই টাকা গরু, কয়লা পাচার, সোনা চুরির টাকা। এদের কী ক্ষমতায় থাকার অধিকার আছে? এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতেই হবে। পাথরপ্রতিমার সভা থেকে ফের Kailash Vijayvargiya নিশানায় ভাইপো। পাল্টা জবাব দিয়েছেন Trinamool Congress সাংসদ Saugata Roy। ডিসেম্বরেই মিলছে একলপ্তে EPFO-র সুদ। ৮.৫ শতাংশ হারে ২০১৯-২০ অর্থবর্ষে সুদ পাবেন EPFO-র ছয় কোটি সদস্য। সঙ্গে দেখুন অন্য খবর।