৭টায় বাংলা (২): ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা Mamata Banerjee-র, 'বাংলার কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না', কটাক্ষ Dilip Ghosh-এর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির কৃষক আন্দোলনে কৃষকদের পাশে মমতা (Mamata Banerjee)। আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা মমতার। ফোনে নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারবার ফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা মমতার। মমতা জানিয়েছেন কৃষকদের দাবি ন্যায়সংগত। TMC-ও কৃষি আইন বাতিলের দাবিতে সরব।
সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brien) কৃষকদের কাছে পাঠিয়েছেন মমতা। তৃণমূলের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাঁকে। আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন ডেরেক ও'ব্রায়েন। রাজ্য ১০-১২% ধান কেনে, বাকিটা ফড়েদের হাতে, বাংলার কৃষকরা আজ ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না।' পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপি রাজ্য সভাপতি আজ হুমকির সুরে বলেন, 'আমাদের তো খুব মারা হচ্ছে। আমরা পাল্টা মারলে কেউ থাকবে না। রাস্তায় দাঁড় করিয়ে মারব।' প্রতিক্রিয়ায় কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, 'ওরা ভয় পেয়ে গিয়েছেন, পাড়ায় সাধারণ মানুষ ওদের ঢুকতে দিচ্ছেন না, তাই চমকাচ্ছে।' 'দুয়ারে সরকার' কর্মসূচিকে কেন্দ্র করে উল্টোডাঙ্গায় প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। ছিঁড়ে ফেলা হয়েছে সরকারি নথি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে 'দুয়ারে সরকার' কর্মসূচি পালন হচ্ছিল। সেই সময় প্রকাশ্যে আসে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল (TMC) কর্মী খুন ঘিরে ফের চাঞ্চল্য মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। বেলডাঙ্গায় কর্মী খুনের ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। খুনের নেপথ্যে দলীয় বিধায়কের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। নিহতের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। মাঝেরহাট ব্রিজে আপাতত চলবে না ভারি পণ্য বাহী গাড়ি। বেপরোয়া যান আটকাতে ব্রিজের দুদিকেই রয়েছে পুলিশি নজরদারি।