৭টায় বাংলা (৩): নবান্ন থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাড়িতে ছিলেন না ফিরহাদের স্ত্রী। তিনি সংশোধনাগারে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখে করতে গিয়েছিলেন। ফিরহাদ কন্যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা রাজনৈতিক লড়াই, মন খারাপ কোরোনা। আমরাই এই লড়াই জিতব।' ফিরহাদের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।
নারদকাণ্ডে ধৃত রাজ্যের ৪ নেতার জামিনের পুনর্বিবেচনার মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল। তবে কোন সময়ে শুনানি হবে তা জানানো হয়নি কলকাতা হাইকোর্টের তরফে। আজ দুপুর ২টো নাগাদ শুরু হওয়ার কথা ছিল এই মামলার শুনানি। কিন্তু অনিবার্য কারণবশত আজ সেই শুনানি বাতিল করা হয়। আজ সকালে এই মর্মে একটি নোটিস জারি করা হয় হাইকোর্টের তরফে। আপাতত সিবিআই-এর হেফাজতেই থাকবেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র।
ভোট পরবর্তী সময়ে ঘর ছাড়া ৮ বিজেপি সমর্থক পরিবারকে ঘরে ফেরাল তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে। এমন পরিবেশ তৈরি করেছিল বিজেপি, অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ বিজেপি।
রাজ্যে একদিনে করোনায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৯ হাজার ৯১ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে সংক্রমিত হয়েছে ৪ হাজার ১১৮ জন, মৃত ৩৭। একদিনে কলকাতায় সংক্রমিত ৩ হাজার ৮৬১ জন, মৃত ৩৬।
বিভিন্ন রাজ্য থেকে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। রাজস্থান (Rajasthan), মহারাষ্ট্র, তেলেঙ্গনা, পশ্চিমবঙ্গেও এই সংক্রমণের হদিশ মিলেছে। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসাবে ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার। আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রমণের বিষয়ে সব রাজ্যগুলিকে চিটি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মহামারী আইনের অধীনে এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের বিষয়ে তথ্য দিতে হবে রাজ্যগুলিকে। সংক্রমণের সংখ্যা, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রককে তথ্য পাঠাতে হবে। পাশাপাশি, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ চিহ্নিত হলেই করতে হবে রিপোর্ট।
পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। এখনও পর্যন্ত এরাজ্যে ৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও স্বাস্থ্য দফতর মনে করছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ক্ষেত্রে কোভিড একমাত্র কারণ নয়। স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন রাজ্যে রয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের প্রয়োজনীয় ওষুধ। কীভাবে সেই ওষুধ তৈরি হবে সেই নির্দেশিকা তৈরি হচ্ছে।
পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে এপিজে স্কুলের পাশে শাড়ির একটি গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন গিয়েছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকলকর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।