৭টায় বাংলা (২): ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী টিকাকরণ, প্রথম টিকা করোনা যোদ্ধাদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2021 10:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
১৬ জানুয়ারি শুরু হচ্ছে দেশব্যাপী টিকাকরণ। প্রথমে দেওয়া হবে করোনা যোদ্ধাদের। তারপর ৫০-এর ওপর বয়স এমন ব্যক্তি এবং ৫০-এর নীচে বয়স কিন্তু কোমর্বিডিটি আছে, এমন ব্যক্তিদের দেওয়া হবে টিকা। কেন্দ্র সূত্রে এমনটাই খবর। প্রোমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় আনন্দপুর। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার দুই। তরজায় তৃণমূল এবং বিজেপি। এখনও থমথমে গুলশন কলোনি।