৭টায় বাংলা (১): ২ ডিসেম্বর থেকে শহরতলির বাইরেও Local, ৩ ডিসেম্বর খুলছে Majherhat Bridge
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 08:48 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শহর এবং শহরতলি ছাড়াও রাজ্যের অন্যত্র এবার চলবে Local Train। ২ ডিসেম্বর থেকে এই ট্রেন চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। পূর্ব রেলের সিদ্ধান্ত হাওড়া ডিভিশনে চলবে মোট ৩০টি ট্রেন আর আসানসোল ডিভিশনে চলবে ২২টি ট্রেন।
৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন Majherhat Bridge-র। গতকালই রেলের তরফে ছাড়পত্র মিলেছে। সেদিন থেকেই যান চলাচল শুরু হতে পারে ব্রিজে। জানা গিয়েছে নতুন এই ব্রিজের দৈর্ঘ্য ৮০০ মিটার। কলকাতায় প্রথম এই ব্রিজ কেবল স্টেড ব্রিজ।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিপদে ইস্তফার পরেই উত্তপ্ত খেজুরি। TMC-র পার্টি অফিস দখলকে ঘিরে অভিযোগের তির BJP-র দিকে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভেন্দু অধিকারীর সভা। তার আগে এলাকায় শিবসেনার পতাকা। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।
৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন Majherhat Bridge-র। গতকালই রেলের তরফে ছাড়পত্র মিলেছে। সেদিন থেকেই যান চলাচল শুরু হতে পারে ব্রিজে। জানা গিয়েছে নতুন এই ব্রিজের দৈর্ঘ্য ৮০০ মিটার। কলকাতায় প্রথম এই ব্রিজ কেবল স্টেড ব্রিজ।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিপদে ইস্তফার পরেই উত্তপ্ত খেজুরি। TMC-র পার্টি অফিস দখলকে ঘিরে অভিযোগের তির BJP-র দিকে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভেন্দু অধিকারীর সভা। তার আগে এলাকায় শিবসেনার পতাকা। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।