অ্যাপোলোয় বসানো হল সৌরভের আরও দু’টি স্টেন্ট, রাখা হয়েছে পর্যবেক্ষণে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 08:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অ্যাপোলোয় বসানো হল সৌরভের আরও দু’টি স্টেন্ট। দেবী শেঠি, অশ্বিন মেহতার উপস্থিতিতে বসল স্টেন্ট। স্টেন্ট বসানোর পর সৌরভকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। সৌরভকে দেখতে অ্যাপোলো হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপি বিধায়কদের। বিধানসভার ভিতরে উঠল জয় শ্রীরাম স্লোগান। দ্বিতীয় পর্বের শুরুতেই স্লোগান। ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাবপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ দেখান বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সুদীপ মুখোপাধ্যায়। বিক্ষোভের পর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কক্ষত্যাগ। লবিতেও জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি বিধায়করা।
যেখানে দেশবিরোধী স্লোগান, তাদেরই কার্যত সমর্থন করছেন মমতা। দিল্লিতে কৃষকদের পাশে দাঁড়ানোয় তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। পাল্টা জবাব অনুব্রতর।
কৃষকদের আন্দোলন ঘিরে ক্রমশ উত্তপ্ত গাজিপুর। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক সংগঠনগুলির। পাল্টা পুলিশের তৎপরতা। অক্ষরধাম, নিজামুদ্দিন খাট্টা থেকে গাড়ি চলাচল ঘুরিয়ে দিল পুলিশ।
কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা বিজেপি বিধায়কদের। বিধানসভার ভিতরে উঠল জয় শ্রীরাম স্লোগান। দ্বিতীয় পর্বের শুরুতেই স্লোগান। ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাবপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ দেখান বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান সুদীপ মুখোপাধ্যায়। বিক্ষোভের পর জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কক্ষত্যাগ। লবিতেও জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি বিধায়করা।
যেখানে দেশবিরোধী স্লোগান, তাদেরই কার্যত সমর্থন করছেন মমতা। দিল্লিতে কৃষকদের পাশে দাঁড়ানোয় তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। পাল্টা জবাব অনুব্রতর।
কৃষকদের আন্দোলন ঘিরে ক্রমশ উত্তপ্ত গাজিপুর। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক সংগঠনগুলির। পাল্টা পুলিশের তৎপরতা। অক্ষরধাম, নিজামুদ্দিন খাট্টা থেকে গাড়ি চলাচল ঘুরিয়ে দিল পুলিশ।