৭টায় বাংলা (২): ‘বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি', মুকুল রায়ের বিজেপি-ত্যাগ প্রসঙ্গে ট্যুইট সুখেন্দু শেখর রায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন দল ছেড়েছিলেন তিনি। যোগ দেন বিজেপিতে। এরপর আজ 'ঘর ওয়াপসি' হল মুকুলের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবীন নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরেছে। ওকে ধীরে ধীরে কাজ দেওয়া হবে। বিজেপির সংস্কৃতি মেনে নিতে পারেনি মুকুল।"
মুকুল রায়কে আক্রমণ করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "বিজেপি তাঁর নিজস্ব স্বত্তায় ফিরল। এই জন্য আমরা আনন্দিত। দলের নেতারা ভেবেছিলেন ওনাকে নিলে লাভ হবে। কিন্তু উনি এত বড় বেইমান তার ধারনা ছিল না।"
এই প্রসঙ্গে ট্যুইট করেছেন বিজেপি (BJP) নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তিনি লেখেন, "ভোটে পরাজয় চিন্তার বিষয়। বঙ্গ বিজেপির কাজ তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা। সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে এবং তা স্পষ্ট হয়ে উঠবে। পুরানো ও নতুন কার্যকর্তাদের নিরাশ হয়ে খোলের মধ্যে ঢুকে পড়ার কোনও কারণ নেই। ২.২ কোটি ভোটারকে নিয়ে বিজেপি গড়ে উঠবে এবং নিজেদের বিস্তার বাড়াবে।"
‘বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি৷ আজকের ঘটনা সেই শেষের শুরু৷ কতজন শিবির ছাড়বে, সেই হিসেব রাখা কঠিন হয়ে যাবে৷ আসুন, আরেকবার ডাকুন, দিদি ও দিদি...৷ আরও একবার যোগ্য জবাব পাবেন,’ মুকুল রায়ের বিজেপি-ত্যাগ প্রসঙ্গে ট্যুইট সুখেন্দু শেখর রায়ের৷