৭টায় বাংলা (৩): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১২ হাজার ১৯৩, মৃত্যু ১৪৫ জনের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১২ হাজার ১৯৩ জন, মৃত্যু ১৪৫ জনের। এক দিনে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। কলকাতায় এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৭ জন, মৃত ৩০। উত্তর ২৪ পরগনায় এক দিনে আক্রান্ত ২ হাজার ৫২৫ জন, মৃত ৪৩।
বাঁকুড়া মেডিক্যাল কলেজের ৫ রোগী মিউকরমাইকোসিসে আক্রান্ত। ৫ রোগীর মধ্যে ২ জন পুরুলিয়ার, ২ জন বাকুড়ার ও ১ জন ঝাড়গ্রামের বাসিন্দা। বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন ৫ জনের অবস্থাই স্থিতিশীল।
ত্রাণ দিতে যাওয়া রুদ্রনীল ঘোষকে ‘চড়’।ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে হামলার অভিযোগ। কালীঘাট থানায় অভিযোগ করতে গেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম, এটা কী চলছে? প্রতিক্রিয়া রুদ্রনীলের।মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিংহের।
বাংলার উপকূলবর্তী এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। আজ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ৩ জেলা পরিদর্শন করছেন। পরিস্থিতি নিয়ে জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্য সরকার দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছে। কিন্তু যাদের ঘর-দুয়ার নেই তাদের কি হবে? ত্রাণ বিতরণেও স্বজনপোষণ করছে রাজ্য সরকার। ত্রাণশিবিরে বিজেপি কর্মী-সমর্থকদের জায়গা দেওয়া হয়নি। আমরা তাদের আলাদাভাবে ব্যবস্থা করে দিয়েছি। রাজনীতির রঙ দেখে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে।’ দিলীপ ঘোষের মন্তব্যের কটাক্ষ করেছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়।
ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টি। বাঁধ ভেঙে এখনও জলের নীচে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কৃষি ও মাছ চাষের বড়সড় ক্ষতি।