৭টায় বাংলা (৩): ৭৩ দিন পরে রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নীচে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭৩ দিন পরে রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ২ হাজার ৪৮৬ জন, মৃত ৫৫। সংক্রমণের হার করে ৫ শতাংশের নীচে নামল। সংক্রমণ কমলেও ফের বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৯ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, সেই জেলায় এক দিনে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমলেও করোনার বিধি-নিষেধে ঢিলেমি নয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের।
চিকিৎসার খরচ পুরো মেটাতে না পারায় করোনা-মুক্ত হওয়ার পরেও দমদমবাসী গৃহবধূকে আটকে রাখার অভিযোগ উঠল ডিসান হাসপাতালের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের তরফে বিল কমানোর আবেদন জানানো হয়নি। থানায় অভিযোগ দুর্ভাগ্যজনক। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা থাকায় ৩২ বছরের কুমকুম সিংহকে গত ২৯ মে, ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, অভিযোগ, প্রায় ১৩ লক্ষ বিল হওয়ায় টাকার অঙ্ক কমানো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। কিন্তু বিলের টাকা পুরো না মেটানোয় করোনা-মুক্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি বলে অভিযোগ। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার।
এক সফরে দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের জগদীপ ধনকড়ের। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল বলেছেন, ‘স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে আমরা সমঝোতা করতে পারি না। বাড়িতে থাকতে বা ছোট ব্যবসা করতেও তোলা দিতে হচ্ছে। এভাবে গণতন্ত্রকে বাঁচানো যাবে না।
২০১৩ সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে আট বছর ধরে শ্রীঘরেই রয়েছে দেবযানী মুখোপাধ্যায়। অবশেষে সারদাকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা আরসি সিক্স মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।এই মামলার সঙ্গে এ রাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হবে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে। ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।সেই থেকে তাঁরা জেলে আছেন। সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বহু থানায় অভিযোগ হয়। বেশ কিছু মামলা থেকে সারদাকর্তা জামিন পেলেও, এখনও চলছে বেশ কিছু মামলা।
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু। ধৃতের নাম অমিত ভাটিয়া। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।