West Bengal Elections 2021: খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি, ফের হুঙ্কার অনুব্রতর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটের দিন ঘোষণার ঠিক আগে ফের অনুব্রত মণ্ডলের হুঙ্কার। ‘খেলা হবে, সকালে-বিকেলে-রাতে খেলা হবে। খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি।’ ‘খেলা হবে‘ স্লোগান তুলে ফের হুঙ্কার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির।
‘পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ। বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে। ভোটগ্রহণ ২৭ মার্চ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)। তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ২। চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার। পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ। পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ২, নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর। সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর। অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।’