করোনা সংক্রমিত হয়ে রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ১৪৪ জন। করোনা সংক্রমিত হয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু। রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১ জন।রাজ্যে একদিনে সুস্থ ১৯২১১ জন, সুস্থতার হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৪২৭৯ জন, মৃত ৩৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯৫১ জন, মৃত ৩০ জন।
করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ, সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কাল থেকে জারি হবে এই বিধি। জারি থাকবে ৩০ মে পর্যন্ত। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান, সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। বাজার দোকান খোলা রাখার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এবার পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।
রাজ্যের বিধি নিষেধে কড়াকড়ির সিদ্ধান্তকে স্বাগত জানাল চিকিৎসকমহল। তাঁরা বলেছেন, এটা খুবই দরকারি ছিল। স্বাস্থ্য পরিকাঠামোয় চাপ কমাতে ও সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই বিধিনিষেধ অত্যন্ত প্রয়োজন ছিল।
অন্যদিকে শনিবার সন্ধ্যায় মদের দোকানে দূরত্ববিধিকে থোড়াই করে লম্বা লাইন চোখে পড়েছে।