৭টায় বাংলা (৩): বাজারে এসে গেল স্পুটনিক ভি, জিএসটি ছাড়া দাম ৯৪৮ টাকা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবিপি আনন্দের খবরের জের। এলগিন রোডে উদ্ধার শিশু ফিরে পেল মায়ের কোলে। ভবানীপুর থানার পুলিশ ও ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের উপস্থিতিতে শিশুকে তুলে দেওয়া হল মায়ের হাতে। পরিবারের দাবি, বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ছেলেকে নিয়ে বেরিয়ে যান তিনি। এরপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। আজ শিশুটিকে কোলে নিয়ে ফুটপাথে বসে থাকতে দেখেন ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম বসু। শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি।
কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর ভারতে শুরু হল স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া। সেন্ট্রাল ড্রাগস ল্যাবের অনুমোদন পাওয়ার পর শুরু হয়েছে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। ৫ শতাংশ জিএসটি ছাড়া এই রুশ ভ্যাকসিনের দাম পড়বে ৯৪৮ টাকা। দেশে ভ্যাকসিন সঙ্কটের সময়ে এই তৃতীয় ভ্যাকসিন বাজারে আসায় মানুষের সমস্যা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
করোনায় রাজ্যে একদিনে ৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। পাতালখুড়িতে বাইকে চড়ে দুষ্কৃতীদের হামলা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ওই সময় গাড়ির মধ্যেই ছিলেন সুভাষ সরকার। অল্পের জন্য তিনি রক্ষা পান। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলের কোনও যোগ নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পাল্টা দাবি তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার।
করোনাকালে আনা যাবে না অনাস্থা প্রস্তাব। মুর্শিদাবাদে নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও উল্টো সুর দলেরই বিধায়কের গলায়। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘরছাড়ারা। ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দল বদল, দাবি তৃণমূলের। ভয় দেখিয়ে রোখা যাবে না, পাল্টা হুঁশিয়ারি বিজেপির।