৭টায় বাংলা (৪): মিলখা সিংহর প্রয়াণে শোকের ছায়া ক্রীড়ামহলে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯১ বছরে দৌড় থামল মিলখা সিংয়ের। করোনা মুক্তির পরেও কিংবদন্তী অ্যাথলিট গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রবাদপ্রতিম অ্যাথলিটের মৃত্যুতে শোকাহত ক্রীড়াজগত। সচিন তেন্ডুলকর, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, যসপ্রিত বুমরাহ, গুরপ্রিত সিংহ সান্ধু সহ ক্রীড়াবিদরা মিলখা সিংহর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে ট্যুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, "ভীষণই দুঃখের খবর। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভারতের অন্যতম মহান খেলোয়াড়। বহু তরুণ ভারতীয়কে অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখিয়েছেন আপনি। আপনাকে কাছ থেকে জানতে পেরেছি হলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। "
মিলখা সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। মিলখার জীবনাবসানে শোকার্ত বলিউডও। শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান। শোকপ্রকাশ 'পর্দার মিলখা' ফারহান আখতারের।