7tay Bangla: সপ্তমীর সন্ধ্যায় উৎসবের মেজাজে গোটা বাংলা, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2022 08:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপায়ে হেঁটে তো পুজো দেখেন প্রতিবছরই। কিন্তু পুজোর মণ্ডপ কিংবা আলোর সাজ যদি দেখা যায় পাখির চোখ দিয়ে ? কেমন দেখায় আকাশপথে রঙ-বেরঙের জামা-কাপড় পরা মানুষের ভিড় কিংবা ঢাকিদের নাচ ? হাজরা পার্কের পুজো এবার পা দিল ৮০ বছরে। তাদের এবারের থিম তাণ্ডব। মা এখানে তাণ্ডবরতা। মাতৃরূপে সেরার শারদ সম্মান জিতল হাজরা পার্ক।