7tay Bangla : ৫ বছর পর কাল প্রাথমিকে টেট, পরীক্ষাকেন্দ্রগুলির ওপর নজর রাখতে কন্ট্রোল রুম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫ বছর পর কাল প্রাইমারি টেট। টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির। ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’। ‘প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন ভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে’। পর্ষদের সভাপতির কাছে এসেছে একাধিক এসএমএস: সূত্র। কাল টেটে অংশ নিচ্ছেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী
১ হাজার ৪৬০টি কেন্দ্রে হবে পরীক্ষা। পর্ষদের কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।
বিশ্বাসযোগ্যতা হারিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি এই ধরণের কোনও হুমকি পর্ষদ সভাপতি পেয়ে থাকেন, তবে পুলিশ বা সিআইডিকে জানান, একযোগে আক্রমণে বিরোধীরা।
৫ বছর পর কাল প্রাথমিকে টেট। তার আগে পর্ষদ সভাপতির বিস্ফোরক অভিযোগ, এই পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ। এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রগুলির ওপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলল পর্ষদ।