7tay Bangla (seg 1) : সারা রাজ্যে এখনও ছোট ছোট আকারে অনেক চিটফান্ড আছে, মন্তব্য শমীকের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএন্টালিতে চিটফান্ডের পর্দাফাঁস। কোটি টাকা প্রতারণার অভিযোগে নাসিক থেকে গ্রেফতার চিটফান্ডের কিংপিন লিজা মুখোপাধ্যায়। স্কুল, বিউটি পার্লার, ট্রেনিং ইনস্টিটিউট, গিফট শপের নামে ‘প্রতারণা’। তার নামে সাধারণ মানুষের কোটি কোটি আত্মসাতের অভিযোগ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে অভিযুক্তকে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, 'সারা রাজ্যে এখনও ছোট ছোট আকারে অনেক চিটফান্ড আছে, হয়ত সেখানে ট্রান্সাকশন ঠিকঠাক ছিল, বা কোনো অভিযোগ সামনে আসেনি, মানুষজন এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে প্রতারিত হয়ে যায়নি, কিন্তু আছে। বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে। প্রশাসনের দায়িত্ব সেগুলো খুঁজে বের করা। জনসচেতনতাও বাড়ানো দরকার।'
সুজন চক্রবর্তীর বক্তব্য, 'চিটোফান্ড কেলেঙ্কারি যে একটা ভয়াবহ চেহারা নিয়েছিল, সে বিষয়ে আমরা সবাই সহমত। এবং তার যারা মাথা তাঁরা যে অত্যন্ত প্রভাবশালী বা প্রভাবশালীদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন একথা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন যিনি তৃণমূলের মুখপাত্র তখন তিনি বলতেনও বটে যে সবচেয়ে বড় বেনেফিসিয়ারি তো আমাদের রাজ্যের সবচেয়ে বড় নেত্রী। তা সত্ত্বেও সমস্যাটা তো মিটল না। শ্যামল সেন কমিশন তো কার্যত মাঝ্রাস্তায় বন্ধ হয়ে গেল। সরকার যে আইন এনেছিল তার কি কার্যকারিতা কেউ জানে না। সরকার যে আর্থিক প্রকল্প নিয়েছিল তার খবরও কেউ জানে না। সব ধামাচাপা পড়ে গেল। তৎকালীন অর্থমন্ত্রীকে তখন অভিযোগ করা হলে তিনি তখন অস্বীকার করেছিলেন। তবে মন্দের ভালো এই চক্র এখনও খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ধরা যাচ্ছে'।
আগামীকাল শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মিলন মেলায় সম্মেলন প্রাঙ্গনে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী। চোদ্দটি দেশের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি।