7tay Bangla : বাড়িতে সিবিআই হানা, কী প্রতিক্রিয়া মলয় ঘটকের ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2022 08:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"অদ্ভুত লাগল সিবিআই-কে। তারা আমাকে ডাকল না। কোনও জিজ্ঞাসাবাদ করল না। সকাল ৮টার সময় আমি যখন ঘুমাচ্ছিলাম, সেই সময় তারা আমাদের বাড়িতে এসে হাজির হল। আমি একজন আইনমন্ত্রী। আমার বাড়িতে হাজারো আইনের বই-ফাইল আছে। সমস্ত ফাইল সাত ঘণ্টা ধরে খুলে খুলে দেখেছে। প্রায় ৩টে নাগাদ গেলেন। আমার একটাই বক্তব্য, কাউকে বদনাম করার জন্য এধরনের ঘটনা যাতে না ঘটে।" সিবিআই তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া মলয় ঘটকের।