৭টায় বাংলা (২): 'ভোটের সময় যাঁরা গুণ্ডামি করতে আসে তাঁরা বহিরাগত, বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই', মন্তব্য Chief Minister-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Nov 2020 09:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
Majherhat ব্রিজ দ্রুত খোলা নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের।। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, BJP কর্মী-সমর্থকদের। পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলের ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারাতলায় ধুন্ধুমার। বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থকদের আটক করে পুলিশ। বিজেপির দাবি, 'কৈলাস বিজয়বর্গীয় ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও বাসে তোলে Police। কিচ্ছুক্ষন পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও, তিনি বলেন আগে কর্মীদের ছাড়তে হবে।' অপরদিকে, কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেফতার করা হয়নি তিনি নিজেই বাসে উঠে যান। এমন দাবি করা হয়েছে DC (South)-এর তরফে। কৈলাস বিজয়বর্গীয়কে পুলিশ গ্রেফতার করেনি। তাও বলছে গ্রেফতার। ভোটের সময় যাঁরা গুণ্ডামি করতে আসে তাঁরা বহিরাগত। বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই মন্তব্য Chief Minister মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের একবার রাজ্যপালের সঙ্গে তরজায় রাজ্যের শাসকদল। এদিকে, দিয়েগো আর্মান্দো মারাদোনার প্রয়াণে শোকস্তদ্ধ গোটা বিশ্ব।