Bengal Polities: রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন মহিলাদের BJP-র টিকিট দেওয়া হয়েছিল: বিস্ফোরক তথাগত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির (BJP) প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। লেখেন, "এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মহিলারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন। এঁরা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে? এঁদের কে আর কেনই বা টিকিট দেওয়া হয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী? বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনও উদ্দেশ্য আছে তাহলে?" তিনি এই প্রার্থীদের 'নগরীর নটী' বলেও সম্বোধন করেন। তাঁর এই ট্যুইট ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপির নেতা-নেত্রী থেকে বিরোধীরা, সকলেই তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন।