৭টায় বাংলা (২): মা ক্যান্টিনের পাল্টা অন্নপূর্ণা ক্যান্টিন, বিজেপির ইস্তেহারে ৫ টাকা করে তিন বেলা খাবারের প্রতিশ্রুতি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপি-র ইস্তেহার (BJP Manifesto) প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ইস্তেহারে ‘সোনার বাংলা’ গড়া সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের মা ক্যান্টিনের পাল্টা অন্নপূর্ণা ক্যান্টিন চালু করার ঘোষণা করেছেন অমিত শাহ। ৫ টাকা করে তিন বেলা খাবারের প্রতিশ্রুতি গেরুয়া শিবিরের। এনআরসি নিয়েও এদিনের ইস্তেহারে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বিজেপি। এছাড়াও আগামী ৫ বছর শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিজেপির ইস্তেহারকে 'জুমলা' বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক পায়ে এমন শট মারব মাঠের বাইরে চলে যাবে।' পাল্টা বাঁকুড়ার জনসভায় মোদি বলেন, 'দিদির লোকজন ছবি আঁকছে আমার মাথায় উনি পা তুলে দিয়েছেন, এটাই কী বাংলার সংস্কৃতি! এর পরও দিদিকে বলতে চাইবো, চাইলে আমাকে লাথি মারুন, তবে বালার উন্নয়নকে আর লাথি মারার সুযোগ আপনাকে দেব না, বাঁকুড়ার সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ মোদির।'