Cyclone Yaas Update: ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে প্রবল জলোচ্ছ্বাস শঙ্করপুর-দিঘা-মন্দারমণিতে, ভিটে মাটি হারিয়ে সহায়-সম্বলহীন বহু
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে ওড়িশার (Odisha) ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বকখালি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র। জলের তোড়ে উল্টে যায় মাটি কাটার যন্ত্র। ভিটে মাটি হারিয়ে সহায়-সম্বলহীন বহু মানুষ। জলমগ্ন বহু এলাকা। অন্যদিকে ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের তাণ্ডব, প্রবল জলোচ্ছ্বাসের জেরে রাজ্যের ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত। সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনিপুর, দক্ষিণ ২৪ পরগনায়। শঙ্করপুর, দিঘা (Digha), মন্দারমণি-সহ বেশকিছু জেলা বন্যা কবলিত। এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ১৩৪টি জায়গায় বাঁধ ভেঙেছে, নবান্নে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।