Cyclone Yaas Update: ঝাড়খণ্ড-মুখী ইয়াস, গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে ওড়িশার (Odisha) ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতিভারি বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে (Depression) পরিণত হবে। ওড়িশা সীমানা পেরিয়ে তা পৌঁছে যাবে ঝাড়খণ্ডে। এর ফলে আজ রাত থেকে বা আগামীকাল ঝাড়খণ্ড সংলগ্ন এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতায় দিঘাতে (Digha) আগে থেকেই মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল মাছ ধরার নৌকো। তাও ইয়াসের হাত থেকে সেগুলিকে রক্ষা করা যায়নি। সন্দেশখালি ও বাসন্তীর সংযোগকারী সেতু কিছুদিন আগেই ভেঙে যায়। চলছিল সংস্কার। কিন্তু ইয়াসের (Yaas) তাণ্ডবে ফের ক্ষতিগ্রস্ত সেই সেতু। ধরা পড়ল পুলিশের ড্রোন ক্যামেরায়।