Duare Sarkar: বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’, নির্বাচনী স্টান্ট, কটাক্ষ দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2020 09:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সারদাকাণ্ডের তদন্তে নতুন মোড়। সিবিআইয়ের দাবি, তাদের হাতে এসেছে একটি অডিও ক্লিপ যাতে বেশ কয়েকজনের কণ্ঠস্বর রয়েছে। ওই অডিও ক্লিপের কণ্ঠস্বর পরীক্ষা করে দেখতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
জালিয়াতি মামলায় লালবাজারে হাজিরা সদ্য অবসরপ্রাপ্ত আয়কর দফতরের প্রিন্সিপাল চিফ কমিশনারের। এই মামলায় ধৃত ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টান্টের থেকে বাজেয়াপ্ত করা নথিতে তাঁর সই মেলে। সেই কারণেই অবসরপ্রাপ্ত আয়কর আধিকারিককে জিজ্ঞাসাবাদ বলে পুলিশ সূত্রে খবর।
বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’। প্রথম দিনেই বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি আবাস যোজনা পরিষেবা নিয়ে উঠল স্বজন পোষনের অভিযোগ। দুয়ারে দুয়ারে বলে কেন বাড়ি থেকে দূরে ক্যাম্প করা হচ্ছে? প্রশ্ন বিজেপির। কেউ সরকারি প্রকল্পের থকে বঞ্চিত হবেন না পাল্টা তৃণমূল।দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্টান্ট, আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন, তাতে লাভ হয়নি। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি মামলায় ক্যাগকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিনমাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। ক্ষতিগ্রস্তরা কি ত্রাণ পেয়েছেন ? না পেলে কেন পাননি ? কাদের মাধ্যমে ত্রাণ বন্টন হয়েছে ? প্রকৃত প্রাপকরা ত্রাণ না পেলে দায় কার ? এই সবই তদন্ত করে জানানোর নির্দেশ। তদন্তের কারণে বন্ধ করা যাবে না ত্রাণ বন্টন প্রক্রিয়া। নির্দেশ হাইকোর্টের।
আমফান ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা। এর থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সিপিএম ভাল ছিল বলে সিপিএমকেও কটাক্ষ।
প্রার্থী পদ ঘিরে বালিতে তৃণমূলের কোন্দল। বহিরাগত নয়, স্থানীয় প্রার্থীর দাবিতে ব্যানার। নেপথ্যে প্রাক্তন ব্লক সভাপতির মদত, অভিযোগ বিধায়ক বৈশালী ডালমিয়ার। মানতে নারাজ অভিযুক্ত।
জালিয়াতি মামলায় লালবাজারে হাজিরা সদ্য অবসরপ্রাপ্ত আয়কর দফতরের প্রিন্সিপাল চিফ কমিশনারের। এই মামলায় ধৃত ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টান্টের থেকে বাজেয়াপ্ত করা নথিতে তাঁর সই মেলে। সেই কারণেই অবসরপ্রাপ্ত আয়কর আধিকারিককে জিজ্ঞাসাবাদ বলে পুলিশ সূত্রে খবর।
বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’। প্রথম দিনেই বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি আবাস যোজনা পরিষেবা নিয়ে উঠল স্বজন পোষনের অভিযোগ। দুয়ারে দুয়ারে বলে কেন বাড়ি থেকে দূরে ক্যাম্প করা হচ্ছে? প্রশ্ন বিজেপির। কেউ সরকারি প্রকল্পের থকে বঞ্চিত হবেন না পাল্টা তৃণমূল।দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্টান্ট, আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন, তাতে লাভ হয়নি। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি মামলায় ক্যাগকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিনমাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। ক্ষতিগ্রস্তরা কি ত্রাণ পেয়েছেন ? না পেলে কেন পাননি ? কাদের মাধ্যমে ত্রাণ বন্টন হয়েছে ? প্রকৃত প্রাপকরা ত্রাণ না পেলে দায় কার ? এই সবই তদন্ত করে জানানোর নির্দেশ। তদন্তের কারণে বন্ধ করা যাবে না ত্রাণ বন্টন প্রক্রিয়া। নির্দেশ হাইকোর্টের।
আমফান ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা। এর থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সিপিএম ভাল ছিল বলে সিপিএমকেও কটাক্ষ।
প্রার্থী পদ ঘিরে বালিতে তৃণমূলের কোন্দল। বহিরাগত নয়, স্থানীয় প্রার্থীর দাবিতে ব্যানার। নেপথ্যে প্রাক্তন ব্লক সভাপতির মদত, অভিযোগ বিধায়ক বৈশালী ডালমিয়ার। মানতে নারাজ অভিযুক্ত।