Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Encounter in Newtown: শুধু পুলিশ খুন নয়, মাদক ব্যবসাতেও হাত পাকিয়েছিল দুষ্কৃতীরা!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউটাউনের (Newtown) সাপুরজি আবাসনের নিচে শ্যুটআউট। শ্যুটআউটে নিহত ২। ওই আবাসনে লুকিয়ে ছিল পঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও জসপ্রীত সিং জাসসি। পঞ্জাব পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ৩১ জন গ্যাংস্টারের তালিকা ছিল, তার মধ্যে এই দু’জনের নাম ছিল। এমনকী, গত ১৫ বছর ধরে তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি (CCTV) ফুটেজ। পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র। আরও কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, আজ গুলির লড়াই চলার সময় আহত হন এক পুলিশ অফিসার। তাঁকে এখন নিউরো আইটিউ-তে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, নিহত দুই দুষ্কৃতী পঞ্জাবে পুলিশকর্মীকে খুন করে কলকাতায় এসে লুকিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসটিএফ (STF)। ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৮৯ রাউন্ড গুলি।