Malda: বর্ষার শুরুতেই মহানন্দার বাঁধে ফাটল, বৃষ্টি বাড়লে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন বাসিন্দারা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষার শুরুতেই মালদার চাঁচলে মহানন্দার বাঁধে ফাটল। বৃষ্টির পরিমাণ বাড়লে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েও বাঁধ সংস্কার হয়নি বলে অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা। সেচ দফতরের আধিকারিকদের দ্রুত বাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বিধানসভার পিএসি (PAC) চেয়ারম্যানের দৌড়ে মুকুল রায় (Mukul Roy)। মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করতে চায় সরকার। এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর অন্য়দিকে অশোক লাহিড়ি করে পিএসির চেয়ারম্যান করতে চায় বিজেপি। সূত্র মারফত এই খবর মিলছে।
বিধানসভায় মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে প্রথম শুনানি হবে ১৬ জুলাই। চিঠি দিয়ে জানিয়েছেন অধ্যক্ষ, দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পিএসিতে মুকুলের নাম জমা পড়ায় অভিযোগ আরও জোরাল হয়েছে। "তবে এই নিয়ে আমরা বেশিদিন অপেক্ষা করব না। আদালতের দরজা খোলা আছে, বিধায়কপদ খারিজ সময়ের অপেক্ষা।" মুকুলের বিধায়ক-পদ খারিজের দাবি নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
অন্য়দিকে তাপস রায় বলেন, "বিধানসভার রীতিনীতি সম্পর্কে শুভেন্দু কিছুই জানেন না। সবে বিরোধী দলনেতা হয়েছেন। আগে এগুলি সমস্ত জানুন, বুঝুন। ৪১টি কমিটির কে কী হবেন, কে কী হবেন না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পিকারের।"