7tay Bangla: শিবপুরে যকের ধন, অনলাইনে চিটফান্ডের কারবার, নাইজিরিয়া থেকে নিয়ন্ত্রণ
ABP Ananda
Updated at:
18 Oct 2022 09:55 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেরার পাণ্ডে ব্রাদার্স, আরও টাকার খোঁজে তল্লাশি পুলিশের। শিবপুরে ২টি ফ্ল্যাট থেকে ৮ কোটির বেশি নগদের হদিশ! অনলাইনে চিটফান্ডের কারবার, নাইজিরিয়া থেকে নিয়ন্ত্রণ! কোটি কোটি লেনদেনে আন্তর্জাতিক চক্র, নেপাল থেকেও কাদের ফোন?