North Bengal Divison Controversy: পৃথক রাজ্য নিয়ে সৌমিত্রর দাবিতে বিজেপিতেই প্রশ্ন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথক রাজ্য নিয়ে সৌমিত্রর (Saumitra Khan) দাবিতে বিজেপিতেই প্রশ্ন উঠল। বিজেপির মিডিয়া সেলের বৈঠকে সৌমিত্র খাঁকে নিয়ে প্রশ্ন উঠল। ক্ষুন্ন হচ্ছে দলের ভাবমূর্তি। সতর্ক করা হোক সৌমিত্রকে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে এমনই দাবি মিডিয়া সেলের সদস্যদের। "সৌমিত্র যা বলছেন, তা তাঁদের ব্যক্তিগত মত, দলের নয়। দলে থাকতে হলে দলের নীতি মেনে চলতে হবে।" সৌমিত্র-বার্লাদের বাংলা ভাগের দাবি উড়িয়ে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
পৃথক রাজ্যের দাবি তোলায় সৌমিত্র খাঁ (Soumitra Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল আলিপুরদুয়ার (Alipurduar) থানায়। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করলেন যুব তৃণমূল সভাপতি। একইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধেও। জন বার্লার বিরুদ্ধে এর আগে কোচবিহারেও (Cooch Behar) লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "হতাশার কারণে অনেকে দল ছাড়ছেন। কেউ ছেড়ে গেলে তাঁকে ধরে রাখতে পারি না। ভারতীয় জনতা পার্টিকে যাঁরা লড়াই করে পার্টিকে দাঁড় করিয়েছেন, তাঁরা লড়তে প্রস্তুত আছেন। যতক্ষণ না দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে আমরা লড়াই করতে থাকব। লক্ষ লক্ষ কর্মী-সমর্থক যাঁরা অত্যাচারিত হয়েছেন তাঁরা দলের সঙ্গেই আছেন। রাজ্য সরকারের অপদার্থতার জন্য হতাশা তৈরি হয়েছে। তৃণমূল (TMC) ক্ষমতায় থাকলে কখনও সুবিচার না পাওয়ার হতাশা। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য লড়াই করছে বিজেপি। বাংলার সামগ্রিক উন্নয়ন না হলে, সবার বলার অধিকার আছে। বিজেপি সাংসদ-বিধায়কদের পৃথক রাজ্যের সওয়াল খারিজ করে দিলীপের মন্তব্য, দেশে অনেক রাজ্য ভাগ হয়েছে, তার মানে বাংলা ভাগ করতে হবে এমন নয়। উন্নয়ন না হওয়ায় দূরবর্তী জেলাগুলি নিজেদের বঞ্চিত মনে করছে। কেউ কেউ ব্যক্তিগত মত প্রকাশ করছেন, কিন্তু পার্টির মত আলাদা।"