৭টায় বাংলা (Seg 2): মনোজিত্ মণ্ডলের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিউচুয়াল ডিভোর্স ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’র হদিশ!। ওমিক্রনের ২টি প্রজাতির মিশ্রণের হদিশ মিলল মুম্বইতে । মুম্বইয়ে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের হদিশ। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে ‘এক্স-ই’র হদিশ। ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এক্সই, দাবি বিশেষজ্ঞদের়। ব্রিটেনে প্রতি ১৩জনের মধ্যে একজন ‘এক্স-ই’ সংক্রামিত । ‘এক্স-ই আক্রান্ত মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা’। ‘১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা’। করোনা পজিটিভ হওয়ার পরেই আইসোলেশনে আক্রান্ত: সূত্র।
দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়া থেকে রুজিরাকে অব্যাহতি। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। কয়লাপাচারকাণ্ডে তলব সত্ত্বেও হাজিরা না দেওয়ায় কোর্টের দ্বারস্থ ইডি। সেই মামলার শুনানিতেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান রুজিরা। ২০ এপ্রিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে ফের এই মামলার শুনানি।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় আদালতে গোপন জবানবন্দি বাবার। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ উলুবেড়িয়া মহকুমা আদালতে যান আনিসের বাবা সালেম খান। সঙ্গে ছিলেন আইনজীবী ও সিটের সদস্যরা।
মনোজিত্ মণ্ডলের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্সের পক্ষে রায় দিল আলিপুর আদালত। বিকেল ৫টার সময় সেপারেশনের নথি নিয়ে যাওয়ার নির্দেশ। এতদিন পরে মুক্তির স্বাদ পেল বৈশাখী, মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের।