Sitalkuchi Firing Probe: 'ভোটের দিন বুথ তাক করেই গুলি', অনুমান CID-র ব্যালিস্টিক টিমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2021 09:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোচবিহারের (Cooch Behar) শীতলকুচির গুলিকাণ্ডে বুথে গিয়ে তদন্ত চালাল সিআইডি-র ব্যালিস্টিক টিম। কতদূর থেকে গুলি চালানো হয়েছিল তা বিশেষজ্ঞরা খতিয়ে দেখেন। সিআইডি-র সূত্রে খবর, তদন্তকারীদের অনুমান ভোটের দিন বুথ তাক করেই গুলি চালানো হয়েছিল। সেই গুলি দরজা ভেদ করে লাগে ঘরের ভিতরের ব্ল্যাকবোর্ডে। অন্যদিকে কাটোয়ার পুর প্রশাসক পদে ফিরলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের নিরিখে পুর এলাকায় পিছিয়ে থাকলেও আসন্ন ভোটে ফের পুরসভা দখল করবে তৃণমূল, দায়িত্ব নিয়েই মন্তব্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।