'সুশান্তকে গলা টিপে হত্যা করা হয়েছে, কিন্তু সিবিআই এখনও খুনের মামলা রুজু করল না!' বিস্ফোরক সুশান্তের বাবার আইনজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 08:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যা মানতে সিবিআই-এর এতো সমস্যা কেন? এইমস-এর চিকিৎসক নিজেই বলেছেন ২০০ শতাংশ এটি আত্মহত্যা নয়| পরিবার মনে করেছে মামলাটিকে ইচ্ছে করে বিলম্বিত করা হচ্ছে| এখনও পর্যন্ত সিবিআই কোনও প্রেস স্টেটমেন্ট দেয়নি| পরিবার জানতে চায় সিবিআই কী সূত্র পেয়েছে| অভিযুক্ত কিছু নাম নিয়েছে তা নিয়ে এনসিবি বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে| অভিযুক্ত তো অন্যদের বদনাম করার চেষ্টা করবেই, সেই বিষয়টিকে এতো গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, প্রশ্ন সুশান্তের বাবার আইনজীবীর|