Trawler Capsized: বকখালির কাছে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ১০ মৎস্যজীবী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবকখালির (Bakkhali) কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবি। নিখোঁজ ১০ জন মৎস্যজীবী। উদ্ধার ২। স্থানীয় সূত্রে খবর, ৬ দিন আগে ১২ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে পাড়ি দেয় এফবি হৈমবতী। মাছ ধরে ফ্রেজারগঞ্জে (Fraserganj) ফেরার পথে আজ ভোর পাঁচটা নাগাদ বকখালির রক্তেশ্বরী চরের কাছে উল্টে যায় ট্রলার। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান চলছে।
প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়িতে সিআইডি (CID)। প্রাক্তন দেহরক্ষীকে খুনের অভিযোগ পরিবারের। তদন্তে সিআইডি। শুভেন্দুর দেহরক্ষী থাকার জায়গায় গিয়ে দিব্যেন্দুর সঙ্গে কথা সিআইডি-র। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ অক্টোবর সার্ভিস রিভলভারের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী এবং হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টার অভিযোগ বিজেপির (BJP)। রাজনীতির কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের (TMC)।