WB Covid Restriction Extended: ১৫ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2021 09:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় ১৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের (New Barrackpore) গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামের আগুন। ৪ জন নিখোঁজ শ্রমিকের এখনও কোনও খোঁজ মেলেনি। কিছুক্ষণ আগে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। করোনা (Corona) মোকাবিলায় রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউন। বাজার দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। শর্তসাপেক্ষে নির্মাণশিল্পে ছাড়। পাশাপাশি শাসকদলের মদতেই ম্যানগ্রোভ ধ্বংস, তাই বিপর্যয়, অভিযোগ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।