West Bengal Assembly Election 2021: হাতিয়ার ‘জয় শ্রীরাম’ স্লোগান, মমতার বিরুদ্ধে ফের ‘রাম কার্ড’ খেললেন অমিত শাহ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘রাম কার্ড’-এর কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। এবার বাংলায় এসে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাম কার্ড’ খেললেন অমিত শাহ। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নরেন্দ্র মোদির রাম কার্ডের পর, এবার বাংলায় এসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাম কার্ড’ খেললেন অমিত শাহ। বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিল, বঙ্গ দখলের লক্ষ্যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তাঁদের ট্রাম্প কার্ড, ‘রাম কার্ড’।
লালগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে আক্রমণ শানিয়েছিলেন জে পি নাড্ডা। তিনি যেখানে শেষ করেছিলেন, কোচবিহারে সেখান থেকেই শুরু করলেন অমিত শাহ। তাঁর মুখেও উঠে এল দুর্গাপুজোর কথা, সরস্বতী পুজোর কথা, পাকিস্তানের প্রসঙ্গ।
নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী বলতে ওঠা মাত্র ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠেছিল। নানা মহলে প্রশ্ন উঠেছিল, নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে কি অসৌজন্যের পরিচয়ই দিল না গেরুয়া শিবির? কিন্তু, এই বিতর্কে যে বিজেপি বিন্দুমাত্র বিব্রত নয়, তার স্পষ্ট ইঙ্গিত মিলল অমিত শাহের কথা থেকেই।