Upen Biswas Left TMC: 'মুখ্যমন্ত্রী আমায় উপেন দা বলেন, সেখানে চিড় হয়নি' তৃণমূল ছেড়েও বললেন উপেন বিশ্বাস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটের মধ্যেই তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস (Upen Biswas)। তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বকে ইমেল করে জানালেন দলত্যাগের সিদ্ধান্ত। ব্যক্তিগত কারণে দল ছাড়ছেন বলে জানান তিনি। তিনি সুব্রত বক্সী (Subrata Bakshi) ও জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) তাঁর পদত্যাগপত্র ইমেল করেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁর ভিন্ন অবস্থানের কথা সামনে আসে। আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন।
কাল বীরভূমে ভোট, তার আগে উদ্ধার করা হল বোমা। সাঁইথিয়া এবং ময়ূরেশ্বর থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। ময়ূরেশ্বরে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে প্লাস্টিকের ব্যাগে বোমা পাওয়া গেছে। বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে দু'টি বোমা। সাঁইথিয়ার শিওর গ্রামে উদ্ধার হয়েছে তিনটি বোমা। তৃণমূলের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ উঠেছে। বিজেপি নেতার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম। ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কিনবে রাজ্য সরকার। অবশ্য খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড। অন্যদিকে কলকাতায় এল কোভিডিল্ডের আরও ১০ লক্ষ ডোজ। ১০ লক্ষ ডোজের মধ্যে ৪ লক্ষ ডোজ পেল রাজ্য। বাকি ৬ লক্ষ ডোজ হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে রাখা থাকবে। পরে তা অন্যান্য রাজ্যে পাঠানো হবে।