West Bengal Elections 2021: জোট নিয়ে জটের মধ্যেই কাল ব্রিগেড, আসছেন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটের দিন ঘোষণা হতেই অপসারিত এডিজি আইনশৃঙ্খলা। জাভেদ শামিমকে সরাল নির্বাচন কমিশন। জাভেদ শামিমের জায়গায় এডিজি আইনশৃঙ্খলা হলেন জগমোহন। দমকলের ডিজি ছিলেন জগমোহন। দমকলের ডিজি হলেন জাভেদ শামিম। কেন্দ্রীয় বাহিনী-রাজ্য পুলিশের নোডাল অফিসার এডিজি আইনশৃঙ্খলা। কয়েকদিন আগেই জাভেদ শামিমকে দায়িত্ব দেয় রাজ্য সরকার। জ্ঞানবন্ত সিংহকে সরিয়ে জাভেদ শামিমকে আনে রাজ্য সরকার।
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে সিইও দফতরে বিজেপি। তাদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের একাংশ পক্ষপাতমূলক ভোটের ষড়যন্ত্র করছে। পোস্টাল ব্যালটেও কারচুপির আশঙ্কার কথা জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল।
জেলায় জেলায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে পেয়েই ভোটের সময় নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করলেন গ্রামবাসীরা।
ভোট ঘোষণা হতেই রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী। পটনা থেকে কলকাতায় এল ১০ কোম্পানি এসএসবি। বনগাঁ, বসিরহাটে যাচ্ছে ২ কোম্পানি করে এসএসবি। কলকাতা, বারাসাতে থাকবে ৩ কোম্পানি এসএসবি। অসমের রঙ্গিয়া থেকে রাজ্যে আরও ৮ কোম্পানি এসএসবি। কালিম্পং, দার্জিলিঙে যাচ্ছে ৩ কোম্পানি করে এসএসবি। সুন্দরবনে যাচ্ছে ২ কোম্পানি সীমা সুরক্ষা বল।
বাংলার মেয়েকেই চান রাজ্যবাসী। আগামীদিনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন মেদিনীপুর থেকে। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মহিলাদের সব থেকে বেশি ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। পাল্টা শুভেন্দু অধিকারী।
ব্রিগেডের আগের দিনেও কাটল না জোটের জট। সিপিএমের কাছে বাড়তি আসন চাইল কংগ্রেস। ন্যূনতম ১১০টি আসনের দাবিতে সওয়াল কংগ্রেসের। এখনও পর্যন্ত কংগ্রেসকে ৯২টি আসন ছেড়েছে সিপিএম। ‘১১০টি আসন পাওয়ার পরে সিদ্দিকিকে আসন। বাড়তি আসন থেকে সিদ্দিকিকে আসন দেওয়া হবে। তার আগে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া সম্ভব নয়,’ বিমান, সেলিমদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন অধীর। জোটে জট থাকলেও কাল ব্রিগেডে থাকবে কংগ্রেস। জটিলতা থাকলেও দ্রুত কাটবে, দাবি সিপিএমের। জোটে জটিলতা থাকলেও ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকি।
কাল বাম-কংগ্রেসের ব্রিগেড। বিভিন্ন জেলা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন জোটের কর্মী-সমর্থকরা।