Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ বাংলায়: 'দর্শকশূন্য থাকবে মণ্ডপ', রায় হাইকোর্টের, উদ্বেগে শতবর্ষের পুজো টালা বারোয়ারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2020 10:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ। করোনা সংক্রমণ রোধে ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের। অর্থাৎ সব মণ্ডপ নো-এন্ট্রি জোন। এই রায় বাস্তবায়নের জন্য উত্তর থেকে দক্ষিণ, সব পুজো মণ্ডপের প্রস্তুতি তুঙ্গে। এদিকে ১০০ বছরে উত্তর কলকাতার টালা বারোয়ারির পুজো। এবার তারা কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। এই আবহে হাই কোর্টের রায় নিয়ে উদ্বেগে এই পুজো উদ্যোক্তারা। তবে এই রায়কে ইতিবাচক আখ্যা দিয়েছেন কলকাতার এক পুজো উদ্যোক্তা তথা কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। অপরদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।