Aaj Bangla: ‘উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে', তোপ মমতার, প্রশাসনকে নজরদারির নির্দেশ। Bangla News
ABP Ananda
Updated at:
11 Nov 2022 01:02 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে।' পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে’, পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
মালদার মোথাবাড়িতে সরকারি স্কুলের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! আহত হয়েছে আরও একজন। ছাত্রের মৃত্যুর পরেই মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হলেন মোথাবাড়ি থানার ওসি-সহ ৭জন।