আজ বাংলায়: অশোকনগরে মদ্যপানের প্রতিবাদ করায় 'মারধর', অপমানে আত্মঘাতী প্রৌঢ়, TMC-র অস্বস্তি বাড়ালেন Jitendra Tiwari
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2020 11:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মদ্যপানের প্রতিবাদ করায় 'মারধর'। আত্মঘাতী প্রৌঢ়। অশোকনগরের ঘটনা। মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গতকাল গৌতম দেবনাথ নামে এক প্রৌঢ় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সন্ধ্যাবেলা। সেই সময় অশোকনগর কল্যানগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় রাস্তার ধারেই কয়েকজন যুবক মদ্যপান করছিল। গালিগালাজও করছিল। তখন তিনি প্রতিবাদ করেন। তখনই ওই মদ্যপ যুবকরা তাঁকে মারধর করে। প্রকাশ্যে তাঁকে মারধর করায় অপমান সহ্য় করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান। এবার Trinamool Congress-এর অস্বস্তি বাড়ালেন আসানসোলের পুর প্রশাসক তথা Trinamool Congress বিধায়ক Jitendra Tiwari। পুরমন্ত্রী Firhad Hakim-কে লেখা চিঠিতে তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসানসোল পুরসভাকে নিতে দেওয়া হয়নি। আর এতে আসানসোল বঞ্চিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন Jitendra Tiwari। পূর্ব বর্ধমানে প্রকাশ্যে দ্বন্দ্ব। নেতার বিরুদ্ধেই বিদ্রোহ। দলের নেতাকেই মিথ্যেবাদী, ধাপ্পাবাজ বলে আক্রমণ। বর্ধমানের Trinamool Congress নেতা আইনুল হককে আক্রমণে খোকন দাস। পূর্ব বর্ধমানের Trinamool Congress-এর সাধারণ সম্পাদক খোকন দাস। সবাইকে চাকরি দেওয়ার কথা বলে কাগজ নিয়ে ঘুরছে। বলছে দর করুন। কাগজে লিখে বলছেন আপনি Trinamool Congress-এ তোলাবাজি করুন। তোলাবাজি খাওয়ার জন্য দলকে শেষ করার চেষ্টা চলছে। আইনুল হককে নেতা মেনে পার্টি করতে পারব না। বর্ধমানে Trinamool Congress নেত আইনুল হককে আক্রমণে খোকন দাস। সঙ্গে দেখুন অন্য খবর।