আজ বাংলায়: 'তৃণমূল করে খাওয়ার জায়গা নয়', মমতার পর পুরভোটে বার্তা অভিষেকের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা পুর নির্বাচনের প্রচারে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, "কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে। ফোনে ধৈর্য্য ধরে কথা শুনত হবে, কাজ করতে হবে। মাটির দিকে তাকিয়ে চলতে হবে। গাড়িতে উঠে ঘুমিয়ে পড়লে চলবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া ভাল, তাহলে বাংলা ভাল থাকবে।"
আজ উত্তর কলকাতায় রোড শো করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। রোড শো শেষে তিনি বলেন, "আজকের কর্মসূচি উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় উত্তর দিয়েছে। উত্তর কলকাতার কাছে কৃতজ্ঞ। ৭টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল। বিরোধীদের জায়গা নেই এখানে। ১৯ তারিখের লড়াই তৃণমূলের নয়, আপনাদেরও। বিধানসভা থেকে উপনির্বাচনে জবাব দিয়েছে। আজকের রোড শো সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনও প্রার্থী নয়, মমতাকে ভোট দিচ্ছেন। ফেব্রুয়ারিতে গোয়ার নির্বাচন। তৃণমূল জিতবে, নাহলে প্রধান প্রতিপক্ষ হবে। ত্রিপুরায় ২৪% ভোট পেয়েছি। তৃণমূল বিজেপির (BJP) কাছে আত্মসমর্পণ করবে না। তৃণমূলের বিকল্প নেই। যে রাজ্যে ঢুকব, তৃণমূলকে প্রতিষ্ঠা করব। শান্তিপূর্ণ অবাধ ভোট হবে। ভয় দেখিয়ে ভোট বাড়ালে দল থেকে বহিষ্কার। জোর করে ভোট করে না তৃণমূল। আমরা চাই শান্তিতে ভোট হোক।" "তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। " বার্তা অভিষেকের। কটাক্ষ বিজেপির।
নাম না করে ,দলের একাংশকে কাঁকড়া বলে আক্রমণ করলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। যা নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। এই নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল সভাপতি।
পুলিশের গাড়ির সঙ্গে বাইক আরোহীর সংঘর্ষে রণক্ষেত্র আসানসোল দক্ষিণ থানার উষাগ্রাম এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট, গাড়ি ভাঙচুর। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।