আজ বাংলায়: ৩০ জানুয়ারি শহীদ স্মরণে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ কেন্দ্রের, 'শান্তিপূর্ণ ভোট করতে জানে কমিশন', CEO সঙ্গে বৈঠকের পর বক্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহিদ স্মরণে ৩০ জানুয়ারি দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালন। সকাল ১১: ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ কেন্দ্রের। সকাল ১০.৫৯-সকাল ১১: দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। ২ মিনিট নীরবতা পালনের পরে ফের ১ মিনিট সাইরেন। সকাল ১১.০২-১১.০৩: দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। ‘সঙ্কেত পাওয়ার পরেই সবাইকে উঠে দাঁড়াতে হবে’। স্বাধীনতার লড়াইয়ে প্রাণ বিসর্জন দেওয়া ব্যক্তিদের স্মরণে নির্দেশ কেন্দ্রের।
‘কীভাবে এবারের শান্তিপূর্ণ ভোট করতে হবে, জানে কমিশন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। ‘কবে কী হয়েছে, ডাস্টার দিয়ে মুছে ফেলুন। মনপ্রাণ খুলে কাজ করুন, কমিশনের নির্দেশ মানুন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। কাল সকালে এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক। আজকের বদলে কাল সকালে নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। ৩ দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শুক্রবার দুপুর ১টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।
ভোটার লিস্টে ৪-৫ লক্ষ রোহিঙ্গার নাম রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের। অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে জানান, পাল্টা সুখেন্দুশেখর।