Sovan - Baisakhi Facebook: ফেসবুক প্রোফাইলের নাম বদল বৈশাখীর, জুড়ে নিলেন শোভনকে, আরও খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ফেসবুক প্রোফাইলে বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীর নতুন ফেসবুক প্রোফাইলে লেখা হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। পোশাকের রং মিলান্তি থেকে শুরু করে সর্বত্র একসঙ্গে যাওয়া-আসা। বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্য মাত্রা পেল।
আমডাঙার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত কি হাতে আসতে চলেছে তৃণমূলের? শাসক দলের দাবি, এক বিজেপি সদস্য যোগদানের ইচ্ছাপ্রকাশ করায় বোর্ড দখল সময়ের অপেক্ষা। বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে দল বদল করাচ্ছে তৃণমূল।
মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েতে বিজেপিতে ভাঙন। একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে। দলবদলের জেরে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি রাজ্যের শাসক দলের। গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।
টানা বর্ষণের জেরে জল থই থই দুর্গাপুর ও রঘুনাথগঞ্জ। জলমগ্ন রাস্তা। কোথাও কোথাও বাড়ির একতলা ও দোকানঘরে ঢুকেছে জল। জল দুর্ভোগ নিয়ে দুর্গাপুরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
ইলিশ, চিংড়ি থেকে মাটন, পাবদা। কব্জি ডুবিয়ে আজ ভুরিভোজের দিন বাংলার জামাইদের। জমজমাট জামাইষষ্ঠী সেলেব বাড়িতেও। জামাইষষ্ঠীতে ডায়েট ভুলে শাশুড়ি মায়ের আবদারে কব্জি ডুবিয়ে খেলেন তারকা জামাইরাও।