আজ বাংলায়: 'যার কোল খালি হল সে ছেড়ে দেবে না', হালিশহরে BJP কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় হুঁশিয়ারি শুভ্রাংশু রায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 11:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হালিশহরে BJP কর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন। এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই নিয়ে BJP সাংসদ Arjun Singh বলেন, 'গৃহ সম্পর্ক অভিযানের জন্য বাড়ি বাড়িতে পোস্টার দিতে যাচ্ছিল আমাদের কর্মীরা। ওখানকার একজন গুন্ডা আছে তাকে Trinamool Congress গুন্ডা বানিয়ে রেখেছে। ওদের লোকরাই আমাদের কর্মীরা পিটিয়েছে। পুলিশকে সঙ্গে নিয়েই ওরা এই কাজ করছে। বাংলায় গণতন্ত্র নেই।' হুঁশিয়ারির সুর শুভ্রাংশুর গলায়। তিনি বলেন, 'পরিকল্পিতভাবে হয়েছে। আগামী দিনে এই সন্ত্রাস আরও বাড়বে। আমি বলতে পারব না মারের বদলা মার আর একটা খুন কি না। আর একটা মায়ের কোল আমি খালি করতে পারব না। কিন্ত বদলা হবে। যার কোল খালি হল সে ছেড়ে দেবে না। তাই আমরাও তৈরি হচ্ছি ও বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি।' BJP সাংসদ Arjun Singh-এর বাড়িতে ফের পুলিশের অভিযান। আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে পুলিশি অভিযান। এখনও Arjun Singh-এর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পিকে ( Prashant Kishor) নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ির Trinamool Congress বিধায়ক অনন্তদেব অধিকারী। 'এতদিন ধরে ভোট করছি। পিকের কাছে শিখব না। পিকের টিম যেভাবে কাজ করছে সেটা ঠিক নয়। দলের কেউ আমার সঙ্গে কথা বলেনি। সেদিনের পর পিকে আমার সঙ্গে কথা বলেছে। সঙ্গে দেখুন অন্য খবর।