Aaj Banglay: ‘রাষ্ট্রপতি ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ’, দুর্নীতি দমন শাখায় তাপস সাহার ইমেল
abp ananda
Updated at:
19 Jul 2022 12:44 AM (IST)
সরকারি চাকরির নামে ‘প্রতারণা’, কাল হাজিরা দিচ্ছেন না তৃণমূল বিধায়ক, কাল না আসতে পারার কথা জানিয়ে পুলিশকে ইমেল তেহট্টের বিধায়কের, ‘রাষ্ট্রপতি ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ বোধ করছি’, অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন শাখায় তাপস সাহার ইমেল, হাজিরার জন্য দুর্নীতি দমন শাখার কাছে অন্য সময় চাইলেন বিধায়ক, চাকরির নামে প্রতারণার অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়ককে তলব, ধৃত আপ্ত সহায়কের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, ইমেল এসেছে, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, খবর দুর্নীতি দমন শাখা সূত্রে।