আজ বাংলায়: গোসাবায় চার মাসের শিশুকন্যাকে ‘খুন’ মায়ের, কোচবিহারে গরু পাচারকারী সন্দেহে মারধর, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রয়োজনে বুথ জ্যাম করে ভোট করব। মুরারইতে অনুব্রত মণ্ডলের সামনেই মন্তব্য তৃণমূলের বুথ সভাপতির। তিনি বলেন, "বিজেপিকে প্রয়োজনে বুথে যেতে দেব না। কেন্দ্রীয় বাহিনী তাঁদের কাজ করবে। তৃণমূল নিজের কাজ করবে।" এভাবে ভোট লুঠ করেই জেতে তৃণমূল, কটাক্ষ বিজেপির। চার মাসের কন্যাসন্তানকে শ্বাসরোধ খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত একটি গ্রামে| পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই মহিলার বছর ৬-এর আরেকটি মেয়ে রয়েছে| ৪ মাস আগে আগে ওই মহিলা আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন| দ্বিতীয়বার কন্যা হওয়ায় তিনি খুশি ছিলেন না বলে অভিযোগ| কোচবিহারে গরুপাচার সন্দেহে ট্রাক ও পিকআপ ভ্যানে ভাঙচুর। চালকদের আটকে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নদিয়ার চাকদায় দুষ্কৃতী তাণ্ডব। শূন্যে চার রাউন্ড গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে, এবার আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে ১২০১ টাকায়, বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্বাস্থ্য দফতর। আছে এই খরচ ছিল ২২৫০ টাকা।