Aj Bangla: উত্তরপ্রদেশের বিধানসভায় বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের সমালোচনা, ধন্যবাদ শুভেন্দুর। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলে থাকলে ঠিকাদারি করা যাবে না। হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে এমনই কড়া বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন হলদিয়ায় কোনও ঠিকাদারকে প্রার্থী করা হবে না। পাশাপাশি তাঁর বার্তা অন্য দল থেকে তৃণমূলে এসে ছড়ি ঘোরানো চলবে না। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গে ১২ হাজার হিংসার ঘটনা হয়েছিল। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, এভাবেই আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাল্টা যোগী আদিত্যনাথকে জবাব দিয়েছে তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পর নামখানা। আজও নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ছবি তোলেন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের। দিলীপের তোপ, কংক্রিটের বাঁধ তৈরিতে কেন্দ্র টাকা দিলেও, রাজ্য সরকার কিছুই করেনি। এনিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রীর পাল্টা জবাব, মিথ্যে বলছেন বিজেপি নেতা।