Aj Bangla: দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা মুখ্যমন্ত্রীর
abp ananda
Updated at:
20 Aug 2022 11:37 PM (IST)
পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। উদ্ধার করতে হবে টাকা। গ্রামোন্নয়ন প্রকল্পে টাকার গরমিল ধরা পড়লেই এফআইআর, জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
দুর্নীতির আখড়ায় পরিণত পঞ্চায়েত, প্রতিক্রিয়া দিলীপের। মুখ বাঁচাতে এসব বলছেন, মন্তব্য সুজনের। স্বচ্ছতার কথা একমাত্র বলে তৃণমূল, দাবি শান্তনু সেনের।
আদিবাসীদের করম উত্সবের কারণে ৭ সেপ্টেম্বর বিজেপির ডাকা নবান্ন অভিযানের দিন পরিবর্তনের সম্ভাবনা। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত? সেটিং খোঁচা বামেদের। সময়ে মাঠে দেখা যাবে, পাল্টা বিজেপি।