Aj Bangla:ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের একাংশের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানাঘাটে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দলেরই কর্মীদের একাংশের। ‘বিজেপির লোকেদের নিয়ে চলছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি’। রত্না ঘোষ করের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। ‘রত্না ঘোষ করকে হঠাও, রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেস বাঁচাও’। ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান তৃণমূল কর্মীদের একাংশের। বিক্ষোভকারীদের কেউ তৃণমূল করে না, দাবি রত্না ঘোষ করের
হাতে ইট! রাস্তা আটকে রাগে গজগজ করতে করতে পায়চারি করছেন এক ব্যক্তি। যা ঘিরে হুলস্থূল ঘাটাল মহকুমা আদালতে চত্বরে! ওই ব্যক্তির দাবি, বিবাহ বিচ্ছেদের মামলায় রায়ের কপি হাতে পাননি তিনি। তাই, ডিস্ট্রিক্ট জাজ এর প্রধান গেটে, একটি মোটরবাইক দাঁড় করিয়ে আটকে রেখেছেন। আদালতে উপস্থিত আইনজীবীদের দাবি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ওপর হামলা চালাতেই ইট নিয়ে কোর্টে এসেছিলেন ওই ব্যক্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
হাবড়া থেকে বেড়াতে এসে দিঘায় জলে ডুবে যাওয়ার উপক্রম ১ তরুণের। ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নেমে বিপদের মুখে তরুণ। সিভিল ডিফেন্সের তত্পরতায় শেষ পর্যন্ত উদ্ধার। এই ঘটনা ঘিরে সমুদ্র স্নানে নামা পর্যটকদের মধ্যে আতঙ্ক।